করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীদের সম্ভাব্য রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার নৈতিকতা মেনে চলার আহ্বান জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রবিবার (৯ ফেব্রুয়ারি) আইইডিসিআর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চীন ফেরত বাংলাদেশের নাগরিকদের সন্দেহজনক ২০১৯- এনকরোনা সংক্রমণ নিয়ে সংবাদ পরিবেশন করতে গিয়ে সংবাদদাতা ও সংবাদ সংগ্রাহক উভয় পক্ষ কর্তৃকসন্দেহজনক রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা লংঘিত হচ্ছে বলে উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, সন্দেহজনক, পরীক্ষাধীন বা নিশ্চিত রোগী এমন সব ব্যক্তির গোপনীয়তা বজায় রাখা জরুরী। আমাদের মনে রাখতে হবে, গোপনীয়তা রক্ষা করতে না পারলে এমন ব্যক্তিদের ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। চিকিৎসা বিজ্ঞানে রোগীর ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা পেশাগত নৈতিকতার গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, চীনের সব প্রদেশে একই সময় ২০১৯- করোনা সংক্রমিত হয় নি। সংশ্লিষ্ট চীন ফেরত যাত্রী যদি উহান সহ চীনের অন্য কোন সংক্রমিত এলাকা থেকে মহামারীর ১৪ দিন আগেই এসে থাকেন, তাহলে অযথা উদ্বিগ্ন হবার কারণ নেই। কেউ যদি আসার পর ১৪ দিন অতিক্রম করে থাকেন, তাহলেও তার উদ্বিগ্ন হবার কারণ নেই। চীনের উহান সহ সংক্রমিত এলাকা থেকে যদি কেউ এসে থাকেন,বাংলাদেশে অবস্থান ১৪ দিন অতিক্রম করেননি, ২০১৯- করোনা রোগের কোন লক্ষণ দেখা যায় নি, তারা মোট ১৪ দিন ধরে স্বেচ্ছা কোয়ারান্টাইনে থাকবেন।
তিনি বলেন, চীনের উহান সহ সংক্রমিত এলাকা থেকে যদি কেউ এসে থাকেন, বাংলাদেশে অবস্থান ১৪ দিন অতিক্রম করেন নি, ২০১৯- করোনা রোগের লক্ষণ দেখা গিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে আইইডিসিআর হটলাইনে ফোন করবেন। কর্তব্যরত চিকিৎসক ফোনে ঐ ব্যক্তির ইতিহাস নিয়ে তার জন্য প্রযোজ্য ব্যবস্থা গ্রহণে উপদেশ দেবেন।
এখন পর্যন্ত চীন ফেরতদের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে আইসোলেশন ইউনিটে রাখা ১১ জন এবংআশাকোনা কোয়ারান্টাইন কেন্দ্রে উহান ফেরত ৩০১ যাত্রী সুস্থ আছেন।
তিনি জানান, যারা সুস্থ আছেনতাদের মাস্ক পরা দরকার নেই। যারা সর্দি-কাশিতে ভুগছেন শুধু তারাই ঘরের বাইরে বের হলে মাস্ক পরবেন। তবে ঘরে ফেরার আগে ব্যবহৃত মাস্কটি মুখ ঢাকা বিনে ফেলবেন, যেন কেউ কুড়িয়ে আবার তুলে নিতে না পারে।
এসময় জানানো হয়, এ পর্যন্তহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশ থেকে আসা স্ক্রিনিং করা যাত্রীর সংখ্যা ১৮২১৩। আইইডিসিআর হটলাইন এ মোট কলের সংখ্যা ১৪৪০ টি। করোনা সংক্রান্ত টেস্ট হয়েছৈ ৫৪টি। কাউকে আক্রান্ত পাওয়া যায়নি।
প্রয়োজনে আইইডিসিআর-এর হটলাইন নম্বর এ যোগাযোগ করুনঃ ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে করণীয় ক্স ঘনঘনসাবান ও পানিদিয়েহাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ডযাবৎ) ক্স অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেননা ক্স ইতোমধ্যে আক্রান্তএমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়েচলুন ক্স কাশিশিষ্টাচার মেনেচলুন (হাঁচি/কাশিরসময়বাহু/ টিস্যু/ কাপড়দিয়েনাক-মুখ ঢেকে রাখুন) ক্স অসুস্থ পশু/পাখিরসংস্পর্শ পরিহারকরুন ক্স মাছ-মাংসভালোভাবেরান্নাকরেখাবেন ক্স অসুস্থ হলেঘরে থাকুন, বাইরেযাওয়াঅত্যাবশ্যকহলেনাক-মুখঢাকারজন্য মাস্ক ব্যবহারকরুন ক্স জরুরীপ্রয়োজনব্যতীতচীনভ্রমণকরা থেকে বিরত থাকুনএবংপ্রয়োজনব্যতীত এ সময়েবাংলাদেশ ভ্রমণেনিরুৎসাহিতকরুন ক্স অত্যাবশ্যকীয়ভ্রমণেসাবধানতাঅবলম্বন করুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা