জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দ্বিতীয় সম্মেলনে তীব্র গরমে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান মো. ওয়াসি নামে এক শিক্ষার্থী মারা গেছেন।
গতকাল শনিবার দুপুরে সম্মেলন চলাকালে ওয়াসি অসুস্থ হয়ে পড়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সুলতান মো. ওয়াসি সম্মেলন যোগ দিতে এসে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হয় এবং ইসিজি করানোর পর চূড়ান্তভাবে তাকে মৃত ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল সাংবাদিকদের এ সংবাদ নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনের শুরুতে ক্যাম্পাসে সুস্থ ও স্বাভাবিকভাবেই চলাফেরা করেন ওয়াসি। সম্মেলনস্থলের মূলমঞ্চের সামনে স্লোগান দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা