‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) একটি সহজ পদ্ধতি’।
আজ বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) বিকালে মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত ‘ইভিএমে ভোটদান প্রদর্শনী অনুষ্ঠান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এ কথা বলেন।
সিইসি বলেন ‘আমরা পুরোপুরি সন্তুষ্ট। কারণ ভোটাররা এর মাধ্যমে ভোট দিতে পারছেন। তারা ভোট দেওয়ার একটা সহজ পদ্ধতি খুঁজে পেয়েছেন।
যারা ভোট পরিচালনা করছেন, তারাও বলছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) একটি সহজ পদ্ধতি।’
সিইসি বলেন, ‘তবে যেহেতু এটি একটি নতুন প্রযুক্তি, তার জন্য মানুষের সন্দেহও থাকে। এতে তারা অভ্যস্ত হয়ে গেলে তখন আর বিতর্ক থাকবে না।
যেকোনও নতুন বিষয় এলে বুঝতে একটু কষ্ট হয়। আজ যারা ভোট দিতে এসেছেন, তারা খুবই সন্তুষ্ট হয়েছেন। প্রচারটা হবে মানুষের ব্যবহারের ওপর।’
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা