অনলাইন ডেস্ক
প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছেন চেলসি কোচ রোজেনিয়র। তার প্রথম ম্যাচে অবশ্য ব্লুরার এফএ কাপের তৃতীয় রাউন্ডে উড়িয়ে দিয়েছিল চার্লটন অ্যাথলেটিককে। দ্বিতীয়বার তিনি ডাগআউটে দাঁড়ালেন, যা ছিল প্রিমিয়ার লিগে তার প্রথম পরীক্ষা। হোয়াও পেদ্রো ও কোল পালমারের গোলে তাতে উতরে গেছেন রোজেনিয়র। স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলের ঘাম ছুটানো জয় পেয়েছে চেলসি।
এদিন সবচেয়ে বড় ম্যাচ ছিল ওল্ড ট্রাফোর্ডে। ২০২৩ সালের জানুয়ারির পর ঘরের মাঠে প্রথমবার ম্যানচেস্টার ডার্বি জিতল তারা। ম্যানইউর হয়ে প্রথমবার ডাগআউটে দাঁড়িয়ে দুর্দান্ত সাফল্য পেলেন ক্যারিক। দুই প্রতিদ্বন্দ্বীর ১৯৮তম প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতায় ২-০ গোলে জিতেছে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে ব্রায়ান এমবেউমো ও প্যাট্রিক ডর্গু গোল করেন।
এদিকে আরবেলোয়ার প্রথম ম্যাচে রিয়াল দ্বিতীয় বিভাগের ১৭তম দলের কাছে হার দেখেছিল। জাবির স্থলাভিষিক্ত হয়ে স্প্যানিশ কোচ আসার পর কোপা দেল রেতে চরম হতাশাজনক হারে বিদায় নিয়েছে মাদ্রিদ ক্লাব। তার রেশ পড়েছিল গতকাল সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে। লেভান্তের বিপক্ষে প্রায় পুরোটা সময় দর্শকরা দুয়ো দিয়ে গেছেন মাদ্রিদকে। এমন ম্যাচে নিজেদের আবেগ ধরে রেখে ২-০ গোলে জিতেছে দলটি। কিলিয়ান এমবাপে ও রাউল আসেনসিও দ্বিতীয়ার্ধে দুটি গোল করেছেন। তাতে রিয়ালের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন আরবেলোয়া, আর এদিন ছিল তার ৪৩তম জন্মদিন। প্রথম জয় এই দিনটিকে আরও বিশেষ করে তুলেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা