অনলাইন ডেস্ক
প্রথমে কয়েকটি দেশের নাম প্রকাশ করেছিল ফক্স নিউজ। পরবর্তীতে তারা জানায় এতে বাংলাদেশও আছে। আগামী ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।
ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্নিরীক্ষণ করবে। এ সময়ে যেন এই ৭৫ দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেছেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দেওয়ার প্রক্রিয়াগুলো নতুন করে খতিয়ে দেখছে। তাই আপাতত ৭৫টি দেশের মানুষের যুক্তরাষ্ট্রে আসা বন্ধ রাখা হবে। মূলত যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে থাকে বাংলাদেশি প্রবাসীরা।
দেশগুলোর তালিকা—
১. আফগানিস্তান
২. আলবেনিয়া
৩. আলজেরিয়া
৪. অ্যান্টিগা ও বার্বুডা
৫. আর্মেনিয়া
৬. আজারবাইজান
৭. বাহামা দ্বীপপুঞ্জ
৮. বাংলাদেশ
৯. বার্বাডোস
১০. বেলারুশ
১১. বেলিজ
১২. ভুটান
১৩. বসনিয়া
১৪. ব্রাজিল
১৫. মিয়ানমার
১৬. কম্বোডিয়া
১৭. ক্যামেরুন
১৮. কেপ ভার্দে
১৯. কলম্বিয়া
২০. আইভরি কোস্ট
২১. কিউবা
২২. কঙ্গো
২৩. ডোমিনিকা
২৪. মিসর
২৫. ইরিত্রিয়া
২৬. ইথিওপিয়া
২৭. ফিজি
২৮. গাম্বিয়া
২৯. জর্জিয়া
৩০. ঘানা
৩১. গ্রেনাডা
৩২. গুয়াতেমালা
৩৩. গিনি
৩৪. হাইতি
৩৫. ইরান
৩৬. ইরাক
৩৭. জ্যামাইকা
৩৮. জর্ডান
৩৯. কাজাখস্তান
৪০. কসোভো
৪১. কুয়েত
৪২. কিরগিজস্তান
৪৩. লাওস
৪৪. লেবানন
৪৫. লাইবেরিয়া
৪৬. লিবিয়া
৪৭. মেসিডোনিয়া
৪৮. মলদোভা
৪৯. মঙ্গোলিয়া
৫০. মন্টিনিগ্রো
৫১. মরক্কো
৫২. নেপাল
৫৩. নিকারাগুয়া
৫৪. নাইজেরিয়া
৫৫. পাকিস্তান
৫৬. কঙ্গো প্রজাতন্ত্র
৫৭. রাশিয়া
৫৮. রুয়ান্ডা
৫৯. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
৬০. সেন্ট লুসিয়া
৬১. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস
৬২. সেনেগাল
৬৩. সিয়েরা লিওন
৬৪. সোমালিয়া
৬৫. দক্ষিণ সুদান
৬৬. সুদান
৬৭. সিরিয়া
৬৮. তানজানিয়া
৬৯. থাইল্যান্ড
৭০. টোগো
৭১. তিউনিসিয়া
৭২. উগান্ডা
৭৩. উরুগুয়ে
৭৪. উজবেকিস্তান
৭৫. ইয়েমেন
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা