অনলাইন ডেস্ক
সোমবার (২২ ডিসেম্বর) কম্বোডিয়ার নমপেনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির ইসলামী বিষয়ক বিশেষ মিশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মন্ত্রী দাতুক ড. ওসমান হাসান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলামের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি হালাল খাদ্য, ওষুধ, কৃষিজাত পণ্য, পর্যটন এবং সংশ্লিষ্ট শিল্পখাতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ওসমান হাসান বলেন, বৈশ্বিক হালাল বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং এ খাতে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি হালাল সার্টিফিকেশন, যৌথ উদ্যোগ, সক্ষমতা বাড়ানো এবং বেসরকারি খাতের সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশের পক্ষ থেকে সচিব (দ্বিপাক্ষিক) হালাল খাদ্যের পাশাপাশি ওষুধ শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের অভিজ্ঞতা তুলে ধরেন এবং এ বিষয়ে কম্বোডিয়ার সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা