অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রূপসা কাজদিয়া কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের সমর্থকদের ওপর হামলা চালায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি অংশ পারভেজ মল্লিকের প্রচারণার আয়োজন করছিল। এমন সময় অতর্কিত হামলা চালায় হেলালপন্থী কর্মী-সমর্থকরা। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা শাহজাদা শান্ত শেখ গণমাধ্যমকে জানান, ‘সকালে স্থানীয় নেতা কর্মীরা পারভেজ মল্লিকের প্রচারণা কর্মসূচি আয়জনের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় হেলালপন্থী কিছু ব্যক্তিরা তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় আহত হয় ৫ জন।’
স্থানীয় এ বিএনপি নেতা অভিযোগ করে বলেন, ‘এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। যারা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য।’
বিএনপির এক পক্ষের ওপর অপর পক্ষের হামলার ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রূপসা থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান। তিনি গণমাধ্যমকে জানান, ‘সকালে এই অতর্কিত হামলার খবর জানতে পেরেই আমরা টহল মোতায়েন করে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দেই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এ দুই নেতা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা