অনলাইন ডেস্ক
একটি প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমাদের সময়ের হিটলার ডোনাল্ড ট্রাম্প।’ আরেকটি ব্যানারে লেখা ছিল- ‘ট্রাম্প, আপনি মালয়েশিয়ায় স্বাগত নন।’আসমা হানিম মাহুদ নামের এক নারী দেশটির কেলানতান রাজ্য থেকে ৩০০ কিলেমিটার পাড়ি দিয়ে এই বিক্ষোভে অংশ নেওয়ার জন্য এসেছেন। শুক্রবার মার্কিন দূতাবাসের সামনে আরেকটি বিক্ষোভেও তিনি অংশ নেবেন।
আল-জাজিরাকে তিনি বলেন, ট্রাম্পের সহায়তায়ই গাজায় ইসরাইল এতো বেশি বর্বরতা ঘটিয়েছে। এটা খুব সহজেই বোধগম্য। এটা বুঝতে রকেট সায়েন্স পড়তে হয় না। মালয়েশিয়ার বারনামা নিউজ এজেন্সি বলছে, পুলিশ জানিয়েছে- রোববার এক থেকে দেড় হাজার বিক্ষোভকারী এতে অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, ইসরাইলের হামলায় গাজায় এ পর্যন্ত ৬৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তবে এ মাসের শুরুতে ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত ও কার্যকর হয়েছে। তবে এরপরও বেশ কয়েকবার ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা