অনলাইন ডেস্ক
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জোয়ারের সময় মেঘনার পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপরে গিয়ে সন্ধ্যা ৬টায় ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনার পানির উচ্চতা বাড়তে থাকে। এ সময় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নদী-উপকূলীয় এলাকায় পানি বৃদ্ধি পায়। শহর রক্ষা বাঁধের পুরানবাজার এলাকায় নদীর পানি সড়ক সমান অবস্থানে পৌঁছায়।
পুরানবাজার রনাগোয়াল এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আজ বিকেল থেকে বাতাসের তীব্রতার সঙ্গে নদীতে ঢেউও বেড়েছে। আমাদের দোকানে পানি উঠে গেছে। তাই মালপত্র সরিয়ে নিয়েছি।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল হক বলেন, চলতি মাসের সমন্বয় সভায় মৎস্যচাষীদের সতর্ক করা হয়েছে। তাদের জানানো হয়েছে- ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত পানি বাড়তে পারে। এরপরও আমরা জেলেদের সতর্ক করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষণ কর্মকর্তা শাহ মো. শোয়েব বলেন, নিম্নচাপের কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ফুট বাড়তে পারে- এ সতর্কবার্তা আমরা দিয়েছি।পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক বলেন, নদীর পানি বেড়েছে, বিষয়টি আমরা জানি। আমাদের কর্মকর্তারা সতর্ক আছেন। তবে মেঘনার পানির উচ্চতা বাড়লেও তা দীর্ঘস্থায়ী হয় না। আজ বিকেলে জোয়ারের সময় মেঘনার পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটারের ওপরে গিয়ে ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা