অনলাইন ডেস্ক
নানা বিতর্কে জাতীয় দল থেকে অনেক দূরে, মাঝে দেখা মেলে কেবল ফ্র্যাঞ্চাইজি লিগেই। প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে খেলতে নেমেছেন। সেটাও প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের বদলি হিসেবে। সুযোগটা কাজে লাগালেন প্রথম ম্যাচেই। অভিষেক ম্যাচেই যেন পুরোনো সেই বিশ্বসেরা সাকিব রূপে ফিরলেন।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের পর্দা উঠেছে শুক্রবার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নেমে অলরাউন্ডিং পারফরম্যান্সে সেন্ট্রাল ডিস্ট্রিকের বিপক্ষে দুবাই ক্যাপিটালসকে ২২ রানের জয় এনে দিলেন সাকিব।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে দুবাই ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ১৬৫ রান। দলের হয়ে এদিন সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থাকেন সাকিব।
অপরদিকে দুবাই ক্যাপিটালসকে ভালো শুরু এনে দেন সেদিকউল্লাহ অটল। দারুণ ব্যাটিংয়ের পর বাঁহাতি এই আফগান ওপেনার বিদায় নেন ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলে। অটলের বিদায়ের পর মিডল অর্ডার ব্যর্থতায় ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুবাই। তবে, দলের বিপদে হাল ধরেন সাকিব। নিজের ইনিংসের প্রথম বলেই চার মেরেছিলেন তিনি। ইতিবাচক শুরুর পর দারুণ ব্যাটিংও করেন। কিন্তু অন্য প্রান্তে কেউই যোগ্য সঙ্গ দিতে পারছিলেন না। ফলে দেখে-শুনে খেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
৩৪ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। সবমিলিয়ে ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
ব্যাটিংয়ে ঝলক দেখানোর পর বল হাতেও দেখা মিলল সেই চিরচেনা সাকিবের। ইনিংসের পঞ্চম ওভারে এসেই জোড়া উইকেট তুলে নেন। ফিরিয়েছেন সেন্ট্রালের ওপেনার উইল ইয়াং এবং ডিন ফক্মক্রপ্টকে। ১১তম ওভারে জশ ক্লার্কসনকে সাজঘরে পাঠান। এরপর নিজের কোটার শেষ ওভারে আরও একটি উইকেট তুলে নেন সাকিব। চার ওভার বল করে মাত্র ১৩ রান খরচ করেছেন। মেইডেন দিয়েছেন একটি। উইকেট শিকার করেছেন চারটি। শেষ পর্যন্ত ম্যাচ সেরার পুরস্কারও গেছে সাকিবের ঝুলিতে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা