অনলাইন ডেস্ক
কিছু শিশুর ক্ষেত্রে অতিরিক্ত উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে মুখের ভেতরে ঘা, গলাব্যথা ও চোখ লাল হয়ে যাওয়া। ফলে বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে।চিকিৎসকরা বলছেন, এটি সাধারণ ভাইরাল জ্বর হতে পারে। তবে ইনফ্লুয়েঞ্জা বা এন্টারোভাইরাসও হতে পারে। সতর্কতার অংশ হিসেবে আক্রান্ত শিশুদের সিবিসি, ডেঙ্গু, টনসিল ও থ্রোট ইনফেকশনের নানা পরীক্ষা করানো হচ্ছে। কিছু ক্ষেত্রে জ্বর ও বমির পাশাপাশি ডি-হাইড্রেশন হওয়ায় স্যালাইন দিতে হচ্ছে।
সোমবার (২৩ জুন) রাজধানীর ডিএনসিসি হাসপাতাল, শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি শিশু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত আবহাওয়ার পরিবর্তনের সময় ভাইরাস জনিত সংক্রমণ বাড়ে। তবে এবার অনেক শিশুর উপসর্গ শুরু হচ্ছে হঠাৎ করে। এমনকি দ্রুত দুর্বল হয়ে পড়ছে শরীর। চিকিৎসকের কাছে দেরিতে যাওয়ার কারণে বেশিরভাগ শিশুর অবস্থা জটিল হয়ে উঠছে।
জ্বর নিয়ে বরগুনা থেকে ঢাকায় শিশু মারুফ, লড়ছে মৃত্যুর সঙ্গে
গায়ে হালকা জ্বর দেখে স্থানীয় ফার্মেসি থেকে কিনে ওষুধ খাওয়ানো শুরু হয় ১১ বছরের শিশু মারুফকে। দুই দিন অতিবাহিত হলেও জ্বর কমে না, বরং অবস্থা খারাপ হতে থাকে। তৃতীয় দিন নিয়ে যাওয়া হয় বরগুনা জেলা হাসপাতালে। ধরা পড়ে ডেঙ্গু। ততক্ষণে শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। শুরু হয় পাতলা পায়খানা।
মারুফের বাবা খাইরুল ইসলাম জানান, বরগুনা হাসপাতালে ফ্লোরে শুয়ে তিন দিন কাটালেও উন্নতি না হওয়ায় বরিশালে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে অবশেষে ঢাকায় এনে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোভিড বিশেষায়িত হাসপাতালে ভর্তি করি। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে হাসপাতালে না নেওয়ার কারণে ওর শরীর এত খারাপ হয়ে গেছে। অবস্থা এখন খুবই শোচনীয়। তারা এখন আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন আমাদের।
খাইরুল বলেন, আমার ছেলের চোখ ফোলা, মুখও দেখলাম ফুলে গেছে। পানিও খাওয়ানো যায় না। এখন স্যালাইন চলছে।
সোমবার (২৩ জুন) রাজধানীর ডিএনসিসি হাসপাতাল, শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি শিশু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।সোমবার (২৩ জুন) রাজধানীর ডিএনসিসি হাসপাতাল, শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি শিশু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।সোমবার (২৩ জুন) রাজধানীর ডিএনসিসি হাসপাতাল, শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি শিশু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।
সোমবার (২৩ জুন) রাজধানীর ডিএনসিসি হাসপাতাল, শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি শিশু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা