অনলাইন ডেস্ক
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে দেশটির আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে ১,৫৮৪ মিটার (এক মাইল) উঁচু দুই জ্বালামুখের আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়, যা পর্যটন দ্বীপ ফ্লোরেসের উপরে বিশাল মেঘ তৈরি করে।
তবে অগ্ন্যুৎপাতের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।গত নভেম্বরে একাধিকবার আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত ঘটে, নিহত হন নয়জন এবং হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। ছাইয়ের কারণে উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছিল।
ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ বলেছেন, অগ্ন্যুৎপাতের ৭ কিলোমিটারের মধ্যে কারো অবস্থান করা নিরাপদ নয়। পাশাপাশি লাভার প্রবাহ নিয়েও সতর্ক করেছেন তিনি।
আগ্নেয়গিরির ছাই থেকে নিজেদের রক্ষা করার জন্য বাসিন্দাদের মাস্ক ব্যবহারের জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, এরইমধ্যে একটি গ্রাম খালি করা হয়েছে এবং আগ্নেয়গিরির আওতার বাইরে আরো বেশ কয়েকটি গ্রামে ছাই বৃষ্টির খবর পাওয়া গেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা