অনলাইন ডেস্ক
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের খুরুশকুল মাঝির ঘাট এলাকায় আল্লাওয়ালা হ্যাচারিতে ঘটা হত্যা কান্ডের ঘটনায় আটক হওয়া জাতীয় নাগরিক কমিটির সংগঠক রাইয়ান কাশেমকে মুক্তির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে জুলাই আন্দোলনে তার সহযোদ্ধারা।
মঙ্গলবার (৬ই মে) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কক্সবাজারে মশাল মিছিল ও বিক্ষোভ করে তারা। শহরের কালুর দোকান থেকে শুরু হয়ে মিছিলটি পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসে বিক্ষোভে মিলিত হয়। এসময় তারা প্রায় দুই ঘন্টা অবস্থান করে।
সেখানে পুলিশের সাথে উত্তেজনাকর মুহুর্তও তৈরি হতে দেখা যায় বিক্ষোভকারীদের। এসময় ছাত্র সংগঠকরা দাবি করেন, জুলাই বিপ্লবে অংমগ্রহনকারী রাইয়ান কাশেমের উপর বর্বরোচিত হামলা হয়েছে এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র হচ্ছে। রাইয়ান কাশেমের মুক্তির আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়ে ছাত্র সংগঠক রবিউল, শাহেদ,সাগর, আসিফ বাপ্পি সহ অন্যান্য সংগঠকরা বক্তব্য রাখেন।
এর আগে চুরির দায়ে খুন হওয়া আলী আকবর পরিবারের করা মামলায় এনসিপি নেতা রাইয়ানসহ তিন জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পরে কক্সবাজার সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাভেদের আদালত তাকে কারাগারে প্রেরণ করে।