অনলাইন ডেস্ক
ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ জানিয়েছে, জিম্মিদের ফেরাতে হামাসের সঙ্গে চুক্তির ডেডলাইন এবং গাজায় দখলদার সেনাদের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।
চলতি বছরের জানুয়ারিতে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি হলেও গত ১৮ মার্চ এ চুক্তি ভঙ্গ করে ইসরায়েল। ওইদিন গাজায় আবারও ব্যাপক হামলা চালায় তারা। এরপর থেকে যুদ্ধবিরতি চুক্তির জন্য আবারও আলোচনা শুরু হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি।
কান নিউজ জানিয়েছে, দখলদারদের সিনিয়র মন্ত্রীরা হামাসের বিরুদ্ধে আরও তীব্র হামলা চালানোর জন্য চাপ দিচ্ছে। এছাড়া রিজার্ভ সেনাদের জড়ো করে গাজায় আরও সেনা মোতায়েন করতে চাইছে তারা। তাদের পরিকল্পনা, এই সেনারা গাজায় ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করবে এবং হামলার তীব্রতা বাড়াবে। যেন হামাস ইসরায়েলের শর্তে যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি হয়।
এসব ছাড়াও আজকের বৈঠকে গাজায় মানবিক সহায়তা পৌঁছতে দেওয়ার ব্যাপারেও আলোচনা করবে তারা। গত ১ মার্চ থেকে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এরপর দীর্ঘ ৫০ দিন ধরে এ উপত্যকায় খাদ্য ও বেঁচে থাকার ন্যূনতম একটি জিনিসও ঢুকতে দেয়নি দখলদাররা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা