অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘‘মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসামরিক ও নিরাপত্তা কর্মীদের সুরক্ষা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুথিদের কার্যক্রম হুমকিস্বরূপ।’’
তিনি বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র বৈধ আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের চর্চার নামে হুথিদের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কোনও দেশকে সহ্য করবে না।’’
গত জানুয়ারিতে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে হুথি আন্দোলনকে নতুনভাবে তালিকাভুক্ত করার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। লোহিত সাগরে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ ও মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনি এই গোষ্ঠীর ক্রমবর্ধমান হামলার জেরে ওই নির্দেশ দিয়েছিলেন তিনি।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন করে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করায় সংগঠনটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেওয়ায় এই গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দেশ ও সংগঠনের বিরুদ্ধেও মার্কিন আইনে ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র।এর আগে, গত বছরের জানুয়ারিতে হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসাবে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান ২০২৪ সালের ১৭ জানুয়ারি এই ঘোষণা দিয়েছিলেন। সেসময় তিনি বলেছিলেন, লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলার জবাবে হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা