অনলাইন ডেস্ক
গত ২০২৪ সালের গোটা বছর মোট ৯ কোটি ২০ লাখ যাত্রীকে পরিষেবা দিয়েছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি)। এর আগে কোনো এক বছরে এত বেশি সংখ্যক যাত্রীকে পরিষেবা প্রদানের রেকর্ড নেই এই বিমানবন্দরের।
দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল সংযুক্ত আরব আমিরাতের ৭টি অঙ্গরাজ্য বা এমিরেতের একটি হলো দুবাই। গত প্রায় দু’দশক ধরে দুবাই বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র ও পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। তাই সারা বছরই ভিড় লেগে থাকে এই এমিরেতে।
এছাড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশের যেসব যাত্রী ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা কানাডায় যাতায়াত করেন, তাদের বহনকারী বিমানগুলোও যাত্রাবিরতির জন্য বেছে নেয় দুবাই বিমানবন্দরকে।
যাত্রীদের চাপ সামলানোর জন্য গত বছর ডিএক্সবিতে নতুন একটি বিমান বন্দর স্থাপনের অনুমোদনও দিয়েছেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম। ১২ হাজার ৮০০ কোটি দিরহামে (৩ হাজার ৪৮৫ কোটি ডলার) প্রস্তুত করা হচ্ছে ‘আল মাকতোম ইন্টারন্যাশনাল’ নামের এই বিমানবন্দর।