অনলাইন ডেস্ক
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির কমিশনের সদস্যরা, সাচিবিক দায়িত্ব পালনকারী কর্মকর্তারা ও কলেজগুলোর বিভাগীয় প্রধানরা উপস্থিত থাকবেন।
সম্প্রতি ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ও কমিটির সদস্যসচিব মো. জামাল উদ্দিনের সই করা একটি নোটিশে এসব তথ্য জানা গেছে।এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মহানগরের ৭ কলেজকে (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। এই কমিশনের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে কমিশনের অডিটোরিয়ামে (৬ষ্ঠ তলা) ২৬ জানুয়ারি কলেজসমূহের বিভাগীয় চেয়ারম্যানদের সাথে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে নোটিশে এই সভায় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির কমিশনের সদস্য, সাচিবিক দায়িত্ব পালনকারী কর্মকর্তাদেরও উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে, এই কমিটি সাত কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করে মতামত নিয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
এরপর থেকে এখন পর্যন্ত এই কলেজের একাডেমিক সব কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা