অনলাইন ডেস্ক
এর আগে গুঞ্জন ছিল সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট দিয়েই হয়তো টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন অধিনায়ক রোহিত। তাকে বাইরে রেখেই সিডনিতে হওয়া সেই টেস্টে ভারত খেলতে নেমেছিল। তবে সব জল্পনা উড়িয়ে এখনই অবসরের পথে হাঁটবেন না বলে জানিয়েছেন ভারতের ওপেনিং ব্যাটার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত এবং কোহলি আন্তর্জাতিক ফরম্যাটটি থেকে অবসর নেন। ফর্মে না থাকায় তাদের বাকি দুই ফরম্যাটের দলে থাকা নিয়েও প্রশ্ন উঠেছে।
দুই তারকা ক্রিকেটারের অবসর প্রসঙ্গে নির্বাচক আগারকার বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমরা এক মাসের দূরত্বে। ওয়ানডে ক্রিকেটে তারা দুজন দুর্দান্ত পারফর্মার। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিষয়টি (রোহিত-কোহলির অবসর) দেখব, আমাদের হাতে একসঙ্গে বসা কিংবা মূল্যায়নের যথেষ্ট সময় আছে। কেবল নির্দিষ্ট ক্রিকেটারের ক্ষেত্রেই নয়, লক্ষ্য থাকবে আমরা কতদূর যেতে চাই। কিন্তু এই মুহূর্তে আমাদের মনোযোগ ওয়ানডে ক্রিকেট এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে।’
রোহিত-কোহলির টেস্ট ফর্ম সাম্প্রতিক সময়ে বেশ হতাশাব্যঞ্জক। বোর্ডার-গাভাস্কার সিরিজও তারা হাতছাড়া করেছে ১০ বছর পর। ৩-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে সিরিজটি হেরে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকেও ছিটকে গেছে। এই সিরিজে রোহিত যোগ দেন দ্বিতীয় টেস্ট থেকে। তিন ম্যাচে তার ব্যাটিং গড় মাত্র ৬.২০। অন্যদিকে, কোহলি পার্থের প্রথম টেস্টে সেঞ্চুরি পেলেও সিরিজ শেষে তার গড় দাঁড়ায় মাত্র ২৩.৭৫।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করে পরিবর্তনের প্রক্রিয়ায় রয়েছে ভারত। ইতোমধ্যে বিসিসিআই জাতীয় দলের সব ক্রিকেটারের জন্যও ঘরোয়া টুর্নামেন্ট খেলার বাধ্যতামূলক নিয়ম করেছে। এ ছাড়া বিদেশ সফরে পরিবার সঙ্গে রাখা, ব্যাগের পরিমাণ সীমিত করাসহ ১০টি নিদের্শনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যা না মানলে আইপিএলে নিষেধাজ্ঞা ও কেন্দ্রীয় চুক্তি বাতিলসহ শাস্তির হুমকি দেওয়া হয়েছে রোহিত-কোহলিদের।
প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত আসর শুরু করবে। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। তাদের সঙ্গে ‘এ’ গ্রুপের আরেক দল নিউজিল্যান্ড।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা