অনলাইন ডেস্ক
পর্যটনের মৌসুমে সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে বসেছে শিল্প ও বাণিজ্য মেলা। প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা। আলোকসজ্জায় উজ্জ্বল চারপাশ। কক্সবাজার পর্যটন গলফ মাঠে আয়োজন করা হয়েছে এই মেলার।
স্থানীয় উদ্যোক্তাদের স্টল ছাড়াও রয়েছে বিভিন্ন কোম্পানির ২০টি প্যাভেলিয়ন। শোভা পাচ্ছে পোশাক, পাটজাত পণ্য, গৃহস্থালী সামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, জুয়েলারিসহ হরেক রকমের পণ্য। সন্ধ্যার পরপরই ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা।
ব্যবসায়ীরা বলছেন, মেলায় বিপুল সংখ্যক পর্যটক আসছেন। বেচা বিক্রিও ভালো।
শিল্প ও বাণিজ্য মেলা রাত ১২টা পর্যন্ত খোলা থাকায় স্থানীয় দর্শনার্থী ও পর্যটকদের রাতের বিনোদনের খোরাক জোগাচ্ছে।
এদিকে, শীত মৌসুম ও বড়দিনের ছুটিতে পরিবারপরিজন নিয়ে বান্দরবানের পাহাড়ে বেড়াতে আসছেন অসংখ্য পর্যটক। মেঘলা, নীলাচল, নীলগিরিসহ সব পর্যটনকেন্দ্রে এখন ভিড়। সবাই উপভোগ করছেন সবুজ পাহাড় ও নৈসর্গিক প্রকৃতির শীতল হাওয়া।
হোটেল-মোটেলগুলোও সুন্দরভাবে সাজানো হয়েছে। আগামী কয়েক মাসে পর্যটকের সংখ্যা আরো বাড়বে এবং দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে ওঠা যাবে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বান্দরবানে সারা বছরই পর্যটক তাকে। তবে শীতের এই মৌসুমে কয়েকদিনের টানা ছুটির কারণে ভিড় এখন বাড়তি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা