অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বন্দরে নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে আমদানী করা পণ্য খালাস করার কথা থাকলেও আমদানিকারকের সদিচ্ছার অভাব এবং আইন ও আমলাতন্ত্রিক জটিলতায় নির্দিষ্ট সময়ে তা হয় না। ফলে বন্দর ইয়ার্ডে পড়ে থাকে পণ্য। আর এতে করে চট্টগ্রাম বন্দরে ক্রমেই বাড়ছে পণ্যের কন্টেইনার। বর্তমানে চট্টগ্রাম বন্দরে এমন কন্টেইনারের সংখ্যা প্রায় ১০ হাজার। আর বন্দরে মোট সংরক্ষিত কন্টেইনারের মধ্যে প্রায় ২৮ শতাংশই নিলামযোগ্য। কিন্তু আইনি জটিলতায় নিলামও নিয়মিত হচ্ছে না।
চট্টগ্রামের কাস্টমস উপ কমিশনার মো: সাইদুল ইসলাম বলেছে ডাম্পিং স্টেশন না থাকা ও আইনগত জটিলতাসহ নানা কারণে অপসারণ করা যাচ্ছে না এসব কন্টেইনার। এনিয়ে বন্দরও আছে বিপাকে।
বন্দর ব্যবহারকারীরা বলছেন, বছরের পর বছর নিলাম নিষ্পত্তি না হওয়ায় একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, একই সাথে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে কন্টেইনারগুলোও। লোকসান গুনতে হচ্ছে শিপিং লাইনগুলোকেও।
বন্দর সংশ্লিষ্টদের দাবি, প্রয়োজনে কমিটি করে ও আইন সংস্কারের মাধ্যমে নিলাম প্রক্রিয়া দ্রুত করতে হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা