অনলাইন ডেস্ক
লটারির মাধ্যমে বিদ্যালয়ে ভর্তির মধ্য দিয়ে শিক্ষার্থীদের ওপর চাপ এবং ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি কমবে বলে মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর এম আমিনুল ইসলাম। ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন লটারির ফল প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অন্তর্র্বতী সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিতে চায় বলেও জানিয়েছেন এম আমিনুল ইসলাম।
২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তির ফল প্রকাশের জন্য রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যোগ দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর এম আমিনুল ইসলাম অনলাইনে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করে বলেন, আগে ভর্তি পরীক্ষায় দুর্নীতিসহ নানা ভোগান্তির শিকার হতে হতো। মন্ত্রণালয়গুলোতেও নানা তদবির ছিলো। এখন লটারির মাধ্যমে ভর্তির কারণে এসব অনিয়ম কমে আসবে।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা এখন ভর্তির ফল অনলাইনে জানতে পারবেন। যেসব শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হবে, তাদের মুঠোফোনে এসএমএস পাঠানো হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকরা জানান, লটারির মাধ্যমে ভর্তির কারণে ভোগান্তি কমেছে তাদের।
এ বছর সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি এবং বেসরকারি স্কুলে ১০ লাখ ৭ হাজার ৬৭৩ আসনের বিপরীতে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ টি আবেদন জমা পড়েছিলো। গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিলো শিক্ষার্থীরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা