অনলাইন ডেস্ক
শরীয়তপুরে বিভিন্ন এলাকায় যুবকদের ভাগ্য বদলের জন্য ইতালি নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায় সংঘবদ্ধ দালাল চক্র। তাদের ফাঁদে পা দিয়ে সদর উপজেলার তুলাতলী এলাকার এই ১৮টি বাড়িগুলোতে এখন শুধুই মাতম। দালালের মাধ্যমে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যেতে গিয়ে আটমাস ধরে খোঁজ নেই ১৮ যুবকের।
ভুক্তভোগীরা জানালেন, ইতালি পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেক যুবকের পরিবারের কাছ থেকে ১২ থেকে ১৮ লাখ টাকা করে নিয়েছে স্থানীয় দালাল রাশেদ ও টুন্নু। লিবিয়ায় তাদের জিম্মি করে দ্বিতীয় দফায় মুক্তিপণ আদায় করে তারা।
এদিকে, একই চক্র মাদারীপুরেরও সক্রিয়। ইতালী নেয়ার জন্য ৫ যুবকের কাছ থেকে ১৬ থেকে ২২ লাখ টাকা করে নেয় তারা। ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে এই যুবকরাও এখন নিখোঁজের তালিকায়।
মুক্তিপনের টাকা নেয়ার পর থেকে গা ডাকা দিয়েছে দালাল চক্রের সদস্যরা।
মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলাম ।
এদিকে মানব পাচারকারীদের শাস্তি ও পরিবারের নিখোঁজ সদস্যদের সন্ধান পেতে সরকারের কাছে দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা