হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান টার্মিনালের দক্ষিণ পাশে তিন নম্বর টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ করবে স্যামসাং গ্রুপের কনস্ট্রাকশন ইউনিট স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং (সিঅ্যান্ডটি) করপোরেশন।
এদিকে নতুন এ টার্মিনালটির নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা রয়েছে।
টার্মিনালটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে বাংলাদেশী টাকায় ২১ হাজার ৪০০ কোটি। টার্মিনালটি নির্মাণে ৫ হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার।
আর এই নির্মাণে ব্যয়ের বাকি টাকা আসবে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) তহবিল থেকে।
প্রসঙ্গত, অত্যাধুনিক নির্মাণ কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে এরই মধ্যে বেশকিছু আকর্ষণীয় প্রকল্প সম্পন্ন করেছে স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশন।
উল্লেখ্য, এক দশক ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে স্যামসাং ইলেকট্রনিকস। দেশে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কেন্দ্র রয়েছে। আর স্থানীয় বাজারের চাহিদা মেটাতে চালু হয়েছে স্মার্টফোন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা