অনলাইন ডেস্ক
প্রতিবারের মতো এবারও বিশ্বকে নিজেদের সামরিক শক্তির জানান দিতে বৃহৎ পরিসরে এয়ার শো’র আয়োজন করেছে চীন। মঙ্গলবার দেশটির ঝুহাই শহরে এই আয়োজন শুরু হয়েছে। চলবে ১৭ই নভেম্বর পর্যন্ত। প্রতি দুই বছর পরপর এমন আয়োজন করে দেশটি। এই অনুষ্ঠানে চীনের সামরিক বাহিনী তার উন্নত অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করে। চীনের এই বিরল প্রদর্শনী বিশ্বের পরাশক্তি দেশগুলো পর্যবেক্ষণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। এর মাধ্যমে দেশটির মহাকাশ খাত সম্পর্কেও ধারণা পায় বিশ্ববাসী। এই আয়োজনে বোঝা যায়, চীন সামরিক ও বেসামরিক বিমান খাতের আধুনিকীকরণ ও প্রসারে কতটা উন্নতি করেছে।
এবারের প্রদর্শনীতে জে-থার্টি ফাইফ স্টিলথ বা রাডারের আওতা এড়াতে সক্ষম যুদ্ধবিমান উন্মোচন করবে বেইজিং। যা আমেরিকার এফ-থার্টি ফাইফ এর ডিজাইনে তৈরি করা হয়েছে। তবে এই বিমানের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি চীন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রদর্শনীতে আর এসএস-ইউএভি ড্রোন প্রদর্শন করা হবে যা একটি বিরাট ও শক্তিশালী ড্রোন। এর থেকে ঝাঁকে ঝাঁকে ছোট ড্রোন নিক্ষেপ করা যায়। ড্রোনগুলো তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হয়। এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ড্রোন উন্মোচন করা হবে। এই ড্রোনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শব্দের চেয়ে বেশি গতিতে চলতে সক্ষম আকাশযানকে রুখে দিতে পারে। আরও থাকছে একটি ড্রোন জোন, যেখানে ইউক্রেন সংঘাতের মতো যুদ্ধের পরিবেশ দেখা যাবে। প্রদর্শনীতে উপস্থিত থাকছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই শোইগু।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা