অনলাইন ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষ হলে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন প্রশাসন ও বিচার বিভাগসহ সব ক্ষেত্র সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া জনগণের প্রত্যাশা।
মঙ্গলবার বিকেলে লালমনিরহাট শহীদ আবুল কাশেম কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। দ্রুত সংস্কার কাজ শেষে নির্বাচন আয়োজন করার জন্য পদত্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ১৬ বছরে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, বিএনপিসহ অনেক রাজনৈতিক দল বিগত ১৫ বছর ধরে লড়াই করেছে এই ফ্যাসিবাদীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।
আরোও পড়তে পারেন : দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা