অনলাইন ডেস্ক
রোববার প্রতিযোগিতা উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এমন আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায় থেকে অনেক খেলোয়াড় তৈরী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। দীর্ঘ সময় পর শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারীর ছিলো দর্শক পূর্ণ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির স্বীকৃতিপ্রাপ্ত স্টেডিয়ামগুলোর একটি বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ প্রথমবার হারিয়েছিলো শ্রীলঙ্কাকে। তবে ২০০৬ সালের পর এই মাঠে আর কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে এখানে দেশিয় কোন বড় ক্রিকেট প্রতিযোগিতাও হয়নি।
দীর্ঘ বিরতির পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট প্রতিযোগিতা মাঠে গড়ালো। শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে বগুড়ায় শুরু হলো ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এই আয়োজনের উদ্বোধন করেন।
দীর্ঘ প্রতীক্ষার পর খেলা উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত বগুড়ার ক্রিকেটপ্রেমীরা। এই ভেনুতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবি জানান এখানকার দর্শকরা।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী লাল ও রাজশাহী সবুজ দল। টুনার্মেন্টে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগ থেকে ২০টি দল অংশ নিয়েছে। ১০ ম্যাচের ১০ জয়ী দলের সঙ্গে মূল পর্বে যোগ হবে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ দল। বিভাগীয় পর্যায়ের খেলাগুলো বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে হবে। ১৬ই জানুয়ারি মূল পর্ব শুরু হবে ঢাকায়। আয়োজকরা জানান, বিগত সরকারের বিমাতাসুলভ আচরণের কারণে আন্তর্জাতিক ভেনুটিতে খেলা বন্ধ হয়ে যায়।
আগামী ১৯শে জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা