অনলাইন ডেস্ক
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত ৩টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
এর আগে রাত ১২টার দিকে পুলিশ তার বাসায় অভিযান শুরু করে। এসময় তার বাসা থেকে ৩ কোটি টাকা, ৩টি স্বর্ণের বার ও কয়েক ভরি স্বণলংকার উদ্ধার করা হয়।
কিন্তু সাবেক এই মন্ত্রীকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা জানায়নি পুলিশ। আব্দুস শহীদকে থানা থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
আজ (বুধবার) তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা হয়েছে।
আরোও পড়তে পারেন : বিরিয়ানি থেকে পামাল, আলোচনায় ৫ পাকিস্তানি ড্রামা