অনলাইন ডেস্ক
গত আগস্টে মৌলভীবাজারের ইসলামপুর ইউনিয়নের মকাবিল সীমান্তের ধলই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় কমলগঞ্জ উপজেলা। স্রোতে বাঁধের প্রায় ১২০ মিটার ভেঙে যায়। বন্যার পানি নেমে গেলেও ভেঙে যাওয়া বাঁধ এখনো মেরামত হয়নি।
এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। নদীর পানি বাড়লে আবারও লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যে অংশে বাঁধ ভেঙেছে তা সীমান্তের শূন্যরেখায় অবস্থিত। মেরামতের জন্য ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। পানি নেমে যাওয়ার পরপরই এ বিষয়ে বিজিবির মাধ্যমে বিএসএফকে চিঠি দেওয়া হয়। অনুমতি পেলেই বাঁধ মেরামতে কাজ শুরু হবে।
বিজিবি ৪৬ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান সিকদার জানালেন, বাঁধ মেরামতের জন্য বিএসএফের সাথে কয়েক দফায় আলোচনা হলেও মেরামতের অনুমতি পাওয়া যায়নি। সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা