অনলাইন ডেস্ক
কাঁশফুলের শুভ্রতায় সেজেছে কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল। নদী অববাহিকার বেশির ভাগ চর জুড়েই কাশফুলের এমন সমারোহ। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে মুক্তির স্বাদ পেতে দূর দূরান্ত থেকে প্রকৃতি প্রেমীরা যাচ্ছের এই কাঁশবনে। বিশেষ করে সকাল আর শেষ বিকেলের কাশবনের সৌন্দর্য বেশি মুগ্ধ করে পর্যটকদের। তাই এসময় প্রকৃতি প্রেমীদের ভিড়ও বাড়ে।
মধ্য শরতে কাঁশবনের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই আসছেন অনেক প্রকৃতি প্রেমী। কেউ আনন্দময় মুহূর্তকে ক্যামেরাবন্দি করছেন, আবার কেউ কাশফলের সুভ্রতাকে উপভোগ করছেন। তারা।
শরত এলেই কাশবনে হারিয়ে যেতে মন চায় অনেকের। তাই প্রকৃতিপ্রেমীদের কাছে কাশবন এলাকাগুলো অনেক আগ্রহের জায়গায় পরিণত হয়েছে। তাই কাশবনের এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি উঠে এসেছে ভ্রমণ পিপাসুদের কাছ থেকে।
তাই পর্যটকদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন অনিন্দ্য মন্ডল।
আরোও পড়তে পারেন : বিদেশে সবচেয়ে বেশি থিয়েটারে ‘জংলি’