অনলাইন ডেস্ক
যশোরের বেনাপোল দিয়ে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যের সিংহভাগ মালামাল আনা নেয়া হয়। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বর্তমান পরিস্থিতিতে স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বৃদ্ধি পেলেও কমে গেছে আমদানি। যেখানে আগে ভারতের সাড়ে ৪০০ থেকে ৫০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতো, এখন সেখানে প্রবেশ করছে ২শ থেকে আড়াইশ ট্রাক।
ডলার সংকটে সময়মতো এলসি খুলতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
ভারত থেকে পণ্য আমদানি কমলেও রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। আগস্ট মাসের ২য় সপ্তাহ থেকে আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিসংখ্যানে দেখা যায়, গড়ে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১৯০ ট্রাকভর্তি মালামাল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেনাপোল বন্দরে নিরাপত্তা অনুকূলে থাকায় খুব দ্রুত আমদানিও বাড়বে বলে আশাবাদী স্থলবন্দর কর্তৃপক্ষ।
আগস্ট মাসের প্রথম দুই সপ্তাহে সারাদেশে অস্থিরতা বিরাজ করায় আমদানি চালানের জন্য কম টাকা জমা হয়েছিলো। কিন্তু এখন অবস্থার উন্নতি হওয়াতে সব স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানান বেনাপোল সোনালী ব্যাংক সহকারী ম্যানেজার মো. জহির রায়হান।
বেনাপোল কাস্টমস হাউসে চলতি অর্থ বছরে ৬ হাজার ৭০৫ কোটি টাকা রাজস্ব আদয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা