অনলাইন ডেস্ক
এই ম্যাচ দিয়ে রিয়াল যাত্রা শুরু করলেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। অভিষিক্ত ম্যাচেই গোল করে নিজের জাত চিনিয়েছেন তিনি।
প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুই গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল।
রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোলটি করেন ফেদে ভালভাদে। ম্যাচের ৫৯ মিনিটে রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বল নিয়ে আটালান্টার ডি-বক্সে ঢুকে পড়েন। বলটি দেন ফেদে ভালভাদের কাছে। সেখান থেকে গোল করতে কোন কষ্টই করতে হয়নি তাকে। আলতো ছোঁয়ায় বলটিকে জালে জড়ান ভালভাদে। এরপর ৬৮ মিনিটে এমবাপ্পেকে দিয়ে গোল করান জুড বেলিংহাম। তিনিও ছোট এক ক্রসে এমবাপ্পেকে গোল করার সুযোগ করে দেন। ফ্রান্সম্যানের ফিনিশিং ছিল দারুণ।
এই ম্যাচে রিয়াল মাদ্রিদ অবশ্য বেশ কিছু সুযোগও নষ্ট করেছে। ভিনির আলতো চিপ ফাঁকায় বুক দিয়ে ধরেও গোল করতে পারেননি বেলিংহাম। আবার ভিনির দেওয়া দারুণ এক থ্রুতে রদ্রিগো শট নিলেও ক্রসবারে লেগে ফিরে আসে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসও মিস করেন গোলরক্ষকের সঙ্গে ওয়ান অন ওয়ান শট।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা