অনলাইন ডেস্ক
এরপর ম্যাচের মাঝ পথে লিওনেল মেসির মাঠ ছেড়ে যাওয়া। ম্যাচের শেষ দিকে লাউতারো মার্তিনেজের গোলের কলম্বিয়াকে হারিয়ে টানা দুবারের মতো শিরোপা উৎসব আর্জেন্টিনার।এতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ৪৮তম আসরের মধ্যে সর্বোচ্চ ১৬টি শিরোপা জিতেছে আর্জেন্টিনা। লাতিন মহাদেশীয় এই টুর্নামেন্টের ইতিহাসে আলবিসেলেস্তাদের উপরে আর কোনো দেশ নেই। গত আসর জিতে উরুগুয়ের সঙ্গে সমান ১৫ শিরোপার ভাগিদার ছিল মেসিরা।
স্পেনের পর বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা ৩টি বড় শিরোপার জয়ের রেকর্ডও আর্জেন্টিনার দল দলে। ২০২১ সালে কোপা জয়ের ২০২২ সালে কাতারে জেতে ফিফা বিশ্বকাপের শিরোপা। ২০২৪ সালে আবারও জিতল কোপা আমেরিকা। পূরণ হয়েছে অবিস্মরণীয় চক্রে ‘ট্রিপল ক্রাউন বা ত্রিমুকুট।’
১৯৯১ ও ১৯৯৩ সালের পর কোপার আমেরিকার টানা দুই শিরোপা জিতল আলবিসেলেস্তারা। টানা ২৮ বছর শিরোপা স্বাদ না পাওয়া আর্জেন্টিনা গত চার বছরে জিতেছে তিনটি বড় ট্রফি। মাঝে ২০২২ সালে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে জিতেছিল ফিনালেসিমা।
আগের অবসরের ঘোষণা দিয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কোচের অনুরোধও তাকে আটকে রাখতে পারল না। গত বছরে আর্জেন্টাইনদের সবগুলো সাফল্যের সাক্ষী হয়ে বিদায় নিলেন তিনি।
১৬তম রেকর্ড শিরোপা পাশাপাশি দুটি ব্যক্তিগত পুরস্কার গেছে আর্জেন্টাইন শিবিরে। টানা তৃতীয়বারের মতো বড় টুর্নামেন্টে সেরা গোলকিপারের পুরস্কার জিতলেন এমিলিয়ানো মার্তিনেজ।
বিশ্বের প্রাচীনতম মহাদেশীয় প্রতিযোগিতার ৫ ম্যাচে কোনো গোল হজম করেননি তিনি। একমাত্র গোলটি হজম করেন ইকুয়েডরের বিপক্ষে শেষ দিকে। তবে টাইব্রেকে অ্যাঞ্জেল মেনা এবং অ্যালান মিন্ডার শট রুখে দিয়ে বনে যান ম্যাচের নায়ক।
এর আগে ২০২১ সালে কোপা এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন গোলকিপার।
৫ গোল কর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন লাউতারো মার্তিনেজ। প্রায় প্রতি ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেন তিনি। এতে জেতেন গোল্ডেন বুট।
টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জেতেন কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ। কোপার এই আসরে কলম্বিয়ার ১২ গোলের মধ্যে ৬টিই সহায়তা করেছেন তিনি। নিজেও করেন এক গোল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা