অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : সিলেট ছাড়া দেশের অন্যসব শিক্ষা বোর্ডে আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে প্রথমদিনে সকালে আষাঢ়ে বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রে আসতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে পরিক্ষার্থী ও অভিভাবকদের। অনেকেই ছাতা নিয়ে আবার অনেককেই বৃষ্টিতে ভিজে কেন্দ্রে আসতে দেখা যায়। বৃষ্টিতে ভিজে বাড়তি চিন্তায় পড়েছে অভিভাবকরা। তবে পরীক্ষা ভালো হওয়ায় স্বস্তি জানিয়েছে শিক্ষার্থীরা।
মৌসুমী বায়ুর প্রভাবে রোববার আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিলো আবহাওয়া অফিস। কিন্তু সেই বৃষ্টি যে এতো প্রবল হবে তা হয়তো অনেকেই বুঝতে পারেনি। তাই এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অনেকে ছাতা ছাড়াই রাস্তায় বেরিয়ে ভোগান্তিতে পরতে হয়েছে। প্রবল বর্ষণ থেকে রেহাই পেতে পথে যে যেখানে পেরেছে আশ্রয় নিয়েছে।
সকাল ১০টায় পরীক্ষা শুরু, তার আধাঘন্টা আগেই কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা থাকায় বৃষ্টি মাথায় নিয়েই পরীক্ষার্থীরা আসেন। ছাতা মাথায় দিয়ে বা রেইন কোর্ট পরে অনেক শিক্ষার্থী কিছুটা কম ভিজলেও, অনেকে পুরোপুরি কাকভেজে হয়েছে। রাস্তায় যানজট আর গাড়ি না পাওয়ার বাড়তি ভোগান্তিতো ছিলোই।
সন্তানকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে অভিভাবকদের বাইরে দাড়িয়ে বৃষ্টিতে ভিজতে হয়েছে। একে পরীক্ষার চিন্তা তার উপর আবার বৃষ্টিতে ভিজে বাড়তি দুশ্চিন্তা যুক্ত হয়েছে অভিভাবকদের।
ভিজে ভিজে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেও পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মুখে ছিল হাসি। বাংলা প্রথমপত্রেন প্রশ্ন কমন পড়ায় পরীক্ষা ভালো দিয়েছে শিক্ষার্থীরা।
এদিকে, বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো ১১ই আগস্টের পর শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। চলতি বছর প্রায় সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।