অনলাইন ডেস্ক
মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলার চারটি উপজেলায় ২ হাজার ২শ ৬৮ হেক্টর জমিতে এ বছর কালো জিরার আবাদ হয়েছে। এর মধ্যে মাদারীপুর সদরে ৩২০ হেক্টর, কালকিনিতে ২৪৫ হেক্টর, রাজৈরে ২১৮ ও শিবচরে আবাদ হয়েছে ১হাজার ৪৮৫ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকুলে থাকায় এবং বাজারে ভালো দাম পাওয়ায় কালোজিরা চাষ করে লাভবান হচ্ছেন চাষীরা।
কৃষি বিভাগের পরামর্শে মাত্র ২০ থেকে ২২ হাজার টাকা খরচ করে প্রতি বিঘা জমিতে ৫ থেকে ৬ মন কালোজিরা উৎপাদন করা সম্ভব। বাজারে প্রতিমন কালোজিরা ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করা যাবে বলে আশাবাদী কৃষকরা।
মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দিগি¦জয় হাজরা জানান আবহাওয়া অনুকুলে থাকায় এবং চাষীরা সঠিক পরামর্শ পাওয়ায় মাদারীপুরে এবার ২ হাজার টন কালোজিরা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ভালো দাম পাওয়ায় চাষীরা দিনদিন কালো জিরা চাষে উৎসাহ পাচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা।
বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ এবং সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হলে কৃষকরা কালোজিরা চাষে আরও উৎসাহ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা