অনলাইন ডেস্ক
২০১৭ সালে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খড়াশুনি থেকে করুতিপাড়া পর্যন্ত ১ হাজার ২শ’ ৬৭ মিটার সড়ক নির্মাণ করা হয়। এ সড়কটি এলজিইডির মাধ্যমে ৬৯ লাখ ৯৯ হাজার ৪৩৪ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।
কিন্তু অতিরিক্ত মালামাল বহনের কারণে সড়কটির বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল, সৃষ্টি হয়েছে গর্ত ও খানা-খন্দ। ফলে সামান্য বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই সড়ক দিয়ে কাদাগাঁ, নারানপুরসহ ১০ গ্রামের মানুষ চলাচল করে। বিকল্প কোন রাস্তা না থাকায় যানবাহন চলাচলে দীর্ঘ সময় লাগে। এছাড়া গর্ত ও খানা খন্দের কারণে যানবাহন নষ্ট হয়। সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি ধুলো বালি, গর্তের কারণে চলাচলকারীদের ভোগান্তি পোহাতে হয়।
তবে, সড়কটি দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ঝিনাইদহ সদর নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম। দ্রুত সড়কটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি এলাকাবাসীর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা