অনলাইন ডেস্ক
ফেনী সংবাদদাতা: ফেনী শহরে অবৈধ পার্র্কিংয়ের কারণে সৃষ্ট যানজটে অতিষ্ঠ পৌরবাসী। দিনরাত রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকে অসংখ্য গাড়ি। গাড়ি চলাচলের পথ সংকুচিত হওয়ায় যানজট লেগেই থাকে। মাঝে মধ্যে পৌরসভা ও ট্রাফিক বিভাগ অভিযান চালালে দুই একদিন সুফল মিলে। এরপর আবার আগের অবস্থা ফিরে আসে। তাই যানজট থেকে স্থায়ী মুক্তি চান ফেনী শহরের বাসিন্দারা।
সড়কের ওপর এমন করে গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে। ফুটপাত দখল করে চলছে ব্যবসা। এমন চিত্র ফেনী পৌরসভার আশপাশের প্রায় সব সড়কের। ফলে যানজট এই শহরের নিত্যদিনের সঙ্গী।
অবৈধভাবে পার্কিং করা এসব গাড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না পৌর কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগ। তাই যানজটে অতিষ্ঠ পৌরবাসী।
ফেনীর ট্রাফিক পুলিশ পরিদর্শক আনোয়ারুল করিম বলেন, শহরে সিএনজিচালিত রিক্সা ও বাসের কোনো স্ট্যান্ড নেই। মার্কেটগুলোতে পার্কিং ব্যবস্থাও নেই। তাই যত্রতত্র গাড়ি পার্কিং করায় যানজট সৃষ্টি হয়। তারপরও যতটুকু সম্ভব, যানজট দূর করার চেষ্টা চলছে।
তবে পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর দাবি, ফুটপাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হয়। শহরকে যানজটমুক্ত করতে সব ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
মাত্র ২৭ বর্গ কিলোমিটার আয়তনের ফেনী পৌর শহরে আশপাশের জেলা ও উপজেলা থেকেও হাজারো মানুষ চলাচল করে।