অনলাইন ডেস্ক
মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সোসাইটি অব নিউরোলজিস্ট আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটা অনুরোধ আপনাদের রাখতে হবে। আপনাদের গ্রামে (ঢাকার বাইরে) যেতে হবে। আমি বলছি, আপনারা যারা ঢাকার বাইরে কাজ করবেন, তাদের ইনটেনসিভ অবশ্যই দেয়া হবে। ঢাকার বাইরে কাজ করা ডাক্তারদের পদোন্নতি, বিদেশ যাওয়ার সুযোগসহ অগ্রাধিকারের ভিত্তিতে সকল ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে। শুধু একটাই বিশেষ অনুরোধ, আপনারা ঢাকার বাইরে যান। সারাজীবন ঢাকার বাইরে থাকতে হবে না। এ বিষয়ে খুব শিগগিরই একটা ইনসেনটিভ ও নীতিমালা তৈরি করা হবে বলে জানান তিনি।
সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবা সামনে এগিয়ে নিতে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা উন্নত করা জরুরি। চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আমি যেখানে যাই, সবাই বলে, ‘আমার উপজেলায় ডাক্তার থাকে না’। আমি মনে করি, এটা ঠিক না। আবার ডাক্তারের সুরক্ষাও কিন্তু আমাদের দেখতে হবে। যারা গ্রামে থাকবে, তারা যেন ভালো থাকে। কিছু কিছু ঘটনা ঘটে, যার জন্য ডাক্তাররা গ্রামে যেতে চায় না বা যায় না। রোগীর সুরক্ষার সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারের সুরক্ষাও দেখতে হবে। আপনাদের যত সমস্যা আছে, আমরা দেখব। তবে একটাই অনুরোধ, আপনাদের ঢাকার বাইরে যেতে হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা