অনলাইন ডেস্ক
মিয়ানমারের রাখাইন প্রদেশে জান্ত সেনাদের সাথে বিদ্রোহীদের গোলাগুলি অব্যাহত রয়েছে।এদিকে, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের রহমতের বিল বেড়িবাঁধে ও থাইংখালী এলাকায় ৩টি মরদেহ পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা। তবে সীমান্ত এলাকা হওয়ায় মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করা যায়নি।
মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে জানিয়েছে বিজিবি। তবে নিরাপত্তা জনিত কারণে এখনো মরদেহ গুলো উদ্বার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন।
এদিকে, টেকনাফের উনছিপ্রাং সীমান্ত এলাকায় আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। নাফ নদের তীরে মিয়ানমার সীমান্ত দিয়ে অনেকে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছে স্থানীয়রা।
অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সীমান্তবর্তী ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফের আশপাশ এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
আরোও পড়তে পারেন : কক্সবাজারে ১ হাজার ৩২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস