অনলাইন ডেস্ক
বিশ্বকাপ দলে থাকা সবার সঙ্গে কথা বললেও সাকিব, তামিমের নানা ব্যস্ততার কারণে তাঁদের সঙ্গে আলোচনাটা অসম্পূর্ণই থেকে গিয়েছিল। বিপিএলে আজ (সোমবার) সাকিব এবং তামিমের দলের ম্যাচ ছিল না। তাই সিলেটে এসে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে কথা বলে বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়নের শেষ কাজটা সেরে ফেলেছে কমিটি।
সাকিব-তামিমের সঙ্গে আলোচনার পর সিলেট ছাড়ার আগে বিশেষ কমিটির প্রধান এনায়েত হোসেন সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড, আমরা এখন তার শেষ পর্যায়ে আছি। শিগগিরই এটা (প্রতিবেদন) ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেব। যেহেতু ওরা এখানে (সিলেটে), পেয়েছি দুজনকেই।’
বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে ভবিষ্যৎ করণীয় নিয়েও তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি, ‘শুধু সাকিব-তামিমের বিষয়ে নয়, বাংলাদেশের ক্রিকেটের সব বিষয় নিয়েই কথা হয়েছে। তাদের কাছেও আমরা পরামর্শ চেয়েছি।’ সবকিছু ঠিক থাকলে আগামী মাসে অনুষ্ঠেয় বিসিবির সভায় বিশেষ কমিটি তাদের মূল্যায়ন প্রতিবেদন জমা দেবেন।
এনায়েত হোসেনের সঙ্গে এই কমিটিতে আছেন বিসিবির দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা