অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকাসহ সারাদেশে কিছুটা বেড়েছে তাপমাত্রা। সোমবার দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ দশমিক শূন্য ডিগ্রি সেলিসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। আর দিনাজপুরে গতকাল তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে একদিনের ব্যবধানেও দেশের সর্বনিু তাপমাত্রা আজ দিনাজপুরে রেকর্ড করা হয় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে আজ ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।
শীতের তীব্রতা গত দুই দিন রাজধানী ঢাকায় অনেকটাই কম। সকাল থেকেই মিলছে রোদের দেখা। যে কারণে শীত খুব একটা অনুভূত হচ্ছে না। তবে সারাদেশের পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। দেশের ৪৮ জেলার ওপর দিয়ে এখনো শৈত্যপ্রবাহ বইছে। সবচেয়ে বেশি শীত পড়ছে দেশের উত্তরের জেলাগুলোতে।
অবশ্য গতকাল দেশের ২৬ জেলায় তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রির নিচে। আজ সে সংখ্যা হ্রাস পেয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সোমবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বাড়বে। আর আগামীকাল মঙ্গলবার শৈত্যপ্রবাহের আওতাধীন জেলার সংখ্যাও অনেকটা কমে আসবে।