অনলাইন ডেস্ক
সব ধরনের ক্রিকেট থেকে ৪ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ওয়েসলি মাধেভেরে ও ব্রেন্ডন মাভুতা। মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ায় এবার নতুন শাস্তি পেলেন এই দুই খেলোয়াড়। দীর্ঘ তদন্ত শেষে মাধেভেরে ও মাভুতের নিষিদ্ধের ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে ওয়েসলি মাধেভেরে ও ব্রেন্ডন মাভুতাকে ৪ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে জেডসি। আগামী মে মাস পর্যন্ত সব ধরণের ক্রিকেট থেকে দূরে থাকবেন দুই ক্রিকেটার।শুধু নিষেধাজ্ঞাতেই মাফ পাননি মাধেভেরে ও মাভুতা। তিন মাসের বেতনের অর্ধেক কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। দুজনের নিষেধাজ্ঞা ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হবে বলে জানিয়েছে জেডসি।জিম্বাবুয়ে ক্রিকেটের আচরণবিধি ভঙ্গের অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন দুজন। আরেকজন ক্রিকেটারকেও মাদক কাণ্ডে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের হয়ে সাতটি টেস্ট খেলা কেভিন কাসুজাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।গত ২১ ডিসেম্বর ‘বিনোদনমূলক মাদক’ গ্রহণের অভিযোগে মাধেভেরে ও মাভুতাকে নিষিদ্ধ করেছিল জিম্বাবুয়ে। ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাধেভেরের। জিম্বাবুয়ের জার্সিতে ৬০ টি-টোয়েন্টি, ৩৬ ওয়ানডে ও ২ টেস্ট ম্যাচ খেলেছেন এই লেগস্পিনার। অন্যদিকে মাভুতা জিম্বাবুয়ের হয়ে ৪ টেস্ট, ১০ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন।