অনলাইন ডেস্ক
এভারটনের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। এই ম্যাচের শুরুতে গোল হজম করে পেপ গার্দিওলার দল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে দলটি।
বুধবার (২৭শে ডিসেম্বর) রাতে প্রতিপক্ষের মাঠে এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
সিটিজেনদের হয়ে গোল তিনটি করেছেন ফিল ফোডেন, হুলিয়ান আলভারেজ এবং বার্নার্ডো সিলভা।
এই জয়ে পয়েন্ট টেবিলের বেহাল দশা কিছুটা হলেও কাটিয়ে উঠেছে সিটি। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন টেবিলের চারে। সমান ম্যাচ খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে টটেনহ্যাম হটস্পার। টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এখনও ৫ পয়েন্ট পিছিয়ে আছে সিটি।
প্রতিপক্ষের মাঠে শুরুর ২০ মিনিট তেমন সুবিধা করতে পারেনি সিটি। একের পর এক আক্রমণ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রক্ষণের পরীক্ষা নিচ্ছিল এভারটন। ভালো ফুটবল খেলার প্রতিদান ২৯ মিনিটে পেয়েও যায় স্বাগতিকরা। জ্যাক হ্যারিসনের গোলে লিড পায় এভারটন।
গোল খাওয়ার পরও গোছালো আক্রমণ করে উঠতে পারছিল না সিটি। পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেন আলভারেজ-সিলভারা।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সিটি। ৫৩ মিনিটে দারুণ এক গোলে সমতা ফেরান ফোডেন। গোলপোস্টের ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ফুটবলার। সমতা ফেরানোর পর আক্রমণের ধার আরও বাড়ে সিটির।
ম্যাচের ৬৩ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন এভারটনের মিডফিল্ডার আমাদু ওনানা, ফলে পেনাল্টি পেয়ে যায় সিটি। স্পটকিক থেকে সিটিকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ।
৮৬ মিনিটে ব্যবধান বাড়ান বার্নার্ডো সিলভা। এই গোলটা অবশ্য এসেছে গোলরক্ষকের ভুলে। এভারটনের গোলরক্ষক পিকফোর্ড পাস দিতে ভুল করায় পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে যান সিলভা। দূর থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ মিডফিল্ডার।