অনলাইন ডেস্ক
এদিকে, দখলদার ইসরাইলি সেনাদের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১৯ হাজার ৬’শ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়।
গত ৭ই অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে প্রতিদিনই শত শত মানুষ নিহত হচ্ছেন। যে সংখ্যা এখন ২০ হাজার অতিক্রম করার দ্বারপ্রান্তে রয়েছে।
ইউনিসেফ জানিয়েছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। সেখানকার হাসপাতালগুলো শিশুসহ কারো জন্য নিরাপদ নয় বলে সতর্ক করেছে সংস্থাটি।
এদিকে, ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন, গাজায় আরও একটি যুদ্ধবিরতির জন্য প্রস্তত তার দেশ। তবে গাজায় ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত থাকা অবস্থায়, কোনও আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছে হামাস।
অন্যদিকে, যুদ্ধ থামানোর জন্য একটি খসড়া প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট বিলম্বিত হয়েছে। ধারণা করা হচ্ছে বুধবার এই খসড়া প্রস্তাবে আবারও ভোটাভুটি হতে পারে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা