অনলাইন ডেস্ক
দীর্ঘ ৩২ বছর পর আবারও ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চালু হয়েছে সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালত। এই এলাকায় আদালত চালু হওয়ায় সহজেই বিচার পাবেন বিচারপ্রার্থীরা। কমবে তাদের দুর্ভোগ।
ভারত সীমান্তবর্তী ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৫ লাখ মানুষের বাস। জেলা শহরে যেতে এই উপজেলার মানুষকে পাড়ি দিতে হয় ৪৮ কিলোমিটার পথ। তাদের দুর্ভোগ কমাতে ১৯৮২ সালে মহেশপুর উপজেলায় আদালতের কার্যক্রম শুরু হয়। তবে ১৯৯২ সালে সেই আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে আবার ভোগান্তিতে পড়ে এই এলাকার বিচারপ্রার্থীরা।
মানুষের ভোগান্তি কমাতে তিন দশক পর উপজেলার পুরাতন আদালত ভবনে আবারো বিচারিক কার্যক্রম চালু হয়েছে। প্রতিদিন ২ জন বিচারক বিচার কার্য পরিচালনা করছেন। এতে খুশি বিচারপ্রার্থী ও স্থানীয়রা।
বসার স্থান সংকটসহ কিছু সমস্যা থাকলেও মানুষের দোড়গোড়ায় আইনি সেবা পৌঁছাতে পেরে সন্তুষ্ট আইনজীবীরা।
দ্রুতই সকল সমস্যা সমাধান করা হবে বলে আশ^স্ত করেছেন ঝিনাইদহ-৩ এর সংসদ সদস্যশফিকুল আযম খান চঞ্চল । এই আদালতে ৫ হাজার মামলার বিচারিক কার্যক্রম চালানো যাবে।