অনলাইন ডেস্ক
তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের কিরকুক শহরে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে। মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে বিস্ফোরকবোঝাই প্রজেক্টাইল হামলার চেষ্টাকালে এ হামলা চালায় মার্কিনিরা। হামলার শিকার ব্যক্তিরা ইরানপন্থি একটি মিলিশিয়া গ্রুপের সদস্য।মার্কিন কর্মকর্তারা জানান, রোববার বিকেলে কিরকুক অঞ্চলে সম্ভাব্য হামলা আশঙ্কায় একটি ড্রোন স্টেজিং সাইটকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।এক বিবৃতিতে ইরাকের ইসলামিক রেসিস্টান্স জানিয়েছে, মার্কিন হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন। দলটি মার্কিন সামরিক বাহিনীকে জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এ দলটি মূলত তেহরানের ছত্রছায়ায় গড়ে ওঠা একটি মিলিশিয়া গোষ্ঠী। এ ঘটনার পর দলটি মার্কিন সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার দাবি করেছে।
এর আগে গত মাসে আলজাজিরা জানায়, ইরাকে মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে। তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই এ ড্রোন ভূপাতিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের এরবিল বিমানবন্দরে তিনটি সামরিক ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি ও অন্যান্য আন্তর্জাতিক সেনারা রয়েছে।
ইরাকের কুর্দিস্তান কাউন্টার টেরোরিজম সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, এ অঞ্চলকে লক্ষ্য করে দুটি পৃথক হামলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের নিকটস্থ সেনাঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
মার্কিন এ সেনাঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিক জানা যায়নি।
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর ক্রমাগত হামলার মুখে পড়ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এর আগে গত ১৯ অক্টোবর গত ২৪ ঘণ্টায় মার্কিন সেনাঘাঁটিতে চারবার হামলা হয়েছে। এর মধ্যে দুবার ইরাকে ও দুবার সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা