অনলাইন ডেস্ক
দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ঢাকার একটি আসন থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেক প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান মনোনয়ন পেতে পারেন ফরিদপুর-১ আসন থেকে। বর্তমানে মনজুর হোসেন বুলবুল এ আসনের এমপি। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে ঢাকার একটি আসনে মনোনয়ন দেওয়া হতে পারে।দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে নেত্রকোনা-৫ আসনে ওয়ারেসাত হোসেন বেলালের পরিবর্তে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে বর্তমান জয়পুরহাট-২ আসনেই মনোনয়ন নিশ্চিত করার সম্ভাবনা রয়েছে। এস এম কামাল হোসেনকে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের পরিবর্তে খুলনা-৩ আসনে মনোনয়ন দেওয়া হতে পারে।মীর্জা আজমকে বর্তমান আসন জামালপুর-৩ এ রাখার সম্ভাবনা রয়েছে। আরেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়ন দেওয়া হতে পারে। ২০১৮ সালের নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন পেতে পারেন। বর্তমানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ওই আসনের এমপি। এ ছাড়া দলের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলকে নেত্রকোনা-৩ আসনে ফের মনোনয়ন দেওয়া হতে পারে বলে দলের সূত্রগুলো নিশ্চিত করেছে।
এদিকে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বর্তমানে সাইফুজ্জামান শিখর ওই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। এর আগে ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনে দলীয় মনোনয়ন চেয়ে ফরম তুলেছিলেন সাকিব। আর ঢাকা-১০ আসনে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে চিত্রনায়ক ফেরদৌসের। বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল আলম মহিউদ্দীন বর্তমানে এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা