অনলাইন ডেস্ক
ভারত বিশ্বকাপ ক্রিকেটে দশ দলের লড়াই এখন নেমে এসেছে দুই দলে। আগামী ১৯শে নভেম্বর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেগা এই ইভেন্টের ফাইনাল খেলা। যেখানে শিরোপার জন্য লড়বে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া।
ভারত বিশ্বকাপে অভিজ্ঞ ও তরুণ অনেক খেলোয়াড়ই নৈপূণ্যের ছাপ রেখেছেন। তবে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন ভারতের বিরাট কোহলি। এক আসরে শচীন টেন্ডুলকারের ৬৭৩ রান টপকে নতুন ইতিহাস গড়েছেন তিনি। ১১ ম্যাচ খেলে ৭১১ রান নিয়ে বিশ্বকারে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের এই সাবেক অধিনায়ক। তিনটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন পাঁচটি ফিফটি। এছাড়া, ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৫০টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন ‘কিং’ কোহলি। এখানেও টপকেছেন লিটল মাস্টার টেন্ডুলকারকে।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে অজিদের বিপক্ষে ওয়ানডেতে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। এবারের বিশ্বকাপে করেছেন চারটা সেঞ্চুরি। বিধ্বংসী এই ব্যাটার ১১ ম্যাচে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৪ রান।
তরুণদের মধ্যে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবিন্দ্র। ১১ ম্যাচ খেলে তার রান ৫৭৮। সেঞ্চুরি করেছেন তিনটি।
অন্যদিকে, বল হাতে এবারের বিশ্বকাপে সবার সেরা ভারতের মোহাম্মদ শামী। মাত্র ৬ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়ে আসরে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। তার সামনে সুযোগ রয়েছে এক আসরে মিচেল স্ট্রার্কের ২৭ উইকেট নেয়ার রেকর্ড ভাঙার।
এছাড়া, ১১ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়ে আসরে এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী অস্ট্রেলিয়ার অ্যাডাম্প জাম্পা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা