অনলাইন ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের হাউজবোটে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
আজ (১১ই নভেম্বর, শনিবার) সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে প্রথমে আগুন লাগে। দ্রুতই আগুন পাশের নৌকাগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় কমপক্ষে পাঁচটি হাউসবোট পুড়ে যায়।
এর কয়েক ঘণ্টা পর মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহত তিন বাংলাদেশি ‘সাফিনা’ নামের একটি হাউসবোটে অবস্থান করছিলেন। নৌকাটি পুরোপুরি পুড়ে গেছে।
আগুনে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তবে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
আরোও পড়তে পারেন : যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু