অনলাইন ডেস্ক
সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তবে যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক। কর্মসূচির প্রথম দিন কয়েকস্থানে বাসে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা। সড়ক আটকে যানবাহন চলাচল বন্ধ করার চেষ্টা করলে কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিএনপিকর্মীদের সংঘর্ষ হয়।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এদের মধ্যে বিল¬াল মিয়া উপজেলার ছয়সূতি ইউনিয়ন বিএনপির সভাপতি। আর নিহত রিফাতুল ইউনিয়ন ছাত্রদলের সদস্য বলে দাবি করেছে বিএনপি। তাদের মরদেহ জহুরুল ইসলাম মেডিকেলের মর্গে আছে। পুলিশসহ আহত হয়েছে অন্তত ২০ জন। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে পুলিশের সাথে বিএনপিকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় আওয়ামী লীগের কর্মীদের সাথেও সংঘর্ষে জড়ায় তারা। পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া ভৈরবে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় ককটেল বিস্ফোরণে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আহত হয় ১০জন।
নারায়ণগঞ্জের মদনপুরে দেওয়ানবাগ গেট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিএনপি কর্মীরা। আড়াইহাজারে উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপিকর্শীরা সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ওপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এতে পুলিশের ৩ সদস্যসহ গুরুতর আহত হয়। দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
ভোরে চট্টগ্রামের ইপিজেড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। গাজীপুরের হাড়িনালে একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল¬ার জাগরঝুলি এলাকায় বিএনপি ও জোটের কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে মহাসড়কে টায়ার ফেলে আগুন জ্বালায় এবং কালা কচুয়া এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে অবরোধ সমর্থনকারীরা। পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী যান চলাচল কম হলেও পণ্যবাহী ট্রাক চলাচল প্রায় স্বাভাবিক। মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
মানিকগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে বিএনপি নেতা-কর্মীরা। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।
সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা সিলেট মহাসড়কের গালিমপুর এলাকায় পিকআপ ভাঙচুর ও অতিরবাড়ি এলাকায় রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে দেয় বিএনপিকর্মীরা।
ময়মনসিংহে পুলিশের সাথে বিএনপিকর্মীদের সংঘর্ষ হয়। পরে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয় নেতা কর্মীরা।
বগুড়ায় অবরোধকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বেশ কিছু যানবাহন ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোঁড়ে। এসময় অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
জামালপুর শহরের পলাশগড় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাতে সংর্ঘষ হয়। এসময় আহত হয় দুইজন।
মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে আগুন জালিয়ে সড়ক অবরোধ ও চলন্ত বাসে ইট পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা