অনলাইন ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তাপ, আলাদা রোমাঞ্চ। এটি শুধু একটি ম্যাচই নয় দুই দেশের ঐতিহ্যের লড়াইও বটে। এই দুই দলের ম্যাচ জুড়ে তর্ক-বিতর্ক এমকি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের মহারণ। একেতো বিশ্বকাপের মঞ্চ, তারউপর আছে নাশকতার হুমকি। তাই এই ম্যাচে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ১১ হাজার নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছে আহমেদাবাদ পুলিশ। পুলিশ ছাড়াও স্টেডিয়ামে থাকবে ভারতের বিশেষ বাহিনীর কমান্ডোরা।
বিশ্বকাপে এবার দারুণ শুরু করেছে স্বাগতিক ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল। বিশ্বকাপের পরিসংখ্যানও কথা বলছে স্বাগতিকদের হয়ে। বিশ্বকাপের ৭ দেখায় কখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে দুই দলের ১৩৪ বারের দেখায় পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ভারতের জয় ৫৬টিতে।
অধিনায়ক রোহিত শর্মা বলেন,পাকিস্তানের সাথে খেলাটা সবসময়েই চ্যালেঞ্জিং। ওদের বেশ কয়েক জন ক্রিকেটার আছে যারা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।
হোম কন্ডিশনে ভারতের বিপক্ষে জয় পাওয়া সহজ হবেনা বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে, সবশেষ খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়া জয় দলকে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে বলে জানান তিনি।
এদিকে, এবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ভারত-পাকিস্তান ম্যাচের আগে দেড় ঘণ্টার একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছে বিসিসিআই। যেখানে পারফর্ম করবেন দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিত সিং। এই ম্যাচকে ঘিরে আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভ বচ্চন, রজনীকান্ত ও শচীন টেন্ডুলকারের মতো তারকাদের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা